বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে অন্যতম লিওনেল মেসি । বর্তমান সময়ে 'শ্রেষ্ঠ'-র তালিকায় রোনাল্ডো, নেইমাররা থাকলেও মেসি নিয়ে উন্মাদনা যেন হাজার গুণ বেশি । শুধু আর্জেন্টিনা নয়, মেসিকে নিয়ে একটা আবেগ রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে । বিশ্বকাপ চলাকালীন 'শ্রেষ্ঠ' মেসিকে 'রাজা', 'সম্রাট'-এর সঙ্গে তুলনা করছেন অনেকে । আর সেখানেই আপত্তি তুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী । রাজা ও শ্রেষ্ঠ-র অর্থ কি এক ? ফেসবুকে সেরকমই প্রশ্ন তুলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ঋত্বিক । যদিও, সেখানে মেসি বা কারও নাম করেননি তিনি ।
ঋত্বিকের কথায়, বিভিন্ন সংবাদমাধ্যমে শ্রেষ্ঠতম ফুটবলারকে 'রাজা','সম্রাট','রাজাধিরাজ' বলা হচ্ছে । তাঁর প্রশ্ন এই শব্দগুলো কি 'শ্রেষ্ঠ'-র প্রতিশব্দ ? ঋত্বিক কারও নাম না করেই লিখেছেন, "সময়ের শ্রেষ্ঠতম অসীম প্রতিভাবান ফুটবলার কে 'রাজা' 'সম্রাট' 'জাঁহাপনা' 'রাজাধিরাজ' 'রাজার রাজা' এসব বলে কাগজ টাগজেও লিখছে দেখছি । রাজা ফাজা সম্রাট ফম্রাট শ্রেষ্ঠর প্রতিশব্দ নাকি?" এখানে নাম না নিলেও 'মেসি'-কেই যে তিনি বোঝাতে চেয়েছেন, তা আন্দাজ করাই যাচ্ছে । আসলে ঋত্বিক বলতে চেয়েছেন, রাজা মানেই কি শ্রেষ্ঠ ? ইতিহাসের পাতা ওল্টালে বহু অত্যাচারী রাজার সন্ধান পাওয়া যায় । তাই সেক্ষেত্রে দেখতে গেলে রাজা কখনও শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বা প্রতিশব্দ হতে পারে না । পৃথিবীতে এমন বহু সাধারণ মানুষ আছেন, যাঁরা বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ । কিন্তু, তাঁরা তো রাজা নন । ঋত্বিকে প্রশ্ন এখানেই, রাজা ছাড়া কি সাধারণ মানুষ শ্রেষ্ঠ হতে পারে না ?
ঋত্বিকের এই পোস্টের পর থেকে কমেন্ট বক্স ভরে যায় অভিনেতার সমালোচনায় । তাঁর 'মানসিকতা' নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে । কেউ বললেন 'বুর্জোয়া মানসিকতা', কেউ আবার লিখলেন 'আঁতেল'। অনেকে অভিনেতার কথাতেও সায়ও দিয়েছেন বটে । কিছুদিন আগে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে পোস্টকে কেন্দ্র করে ট্রোলর শিকার হন ঋত্বিক ।