এসএসসি দুর্নীতি নিয়ে গত এক সপ্তাহ ধরে উত্তাল বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রীর গ্রেফতার হওয়ার পর থেকেই খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াজুড়ে শুধু সেই আলোচনা। সঠিক তথ্যের বাইরেও নানা গুজব আর মিম ছড়িয়ে পড়ছে আলোর গতিতে। অন্যদিকে এসবের মাঝেই শিক্ষকের চাকরিপ্রার্থীদের লড়াইইয়ের ৫০০ দিন অতিক্রান্ত। সেই নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) এবং ঋদ্ধি সেন (Riddhi Sen)।
দুই অভিনেতাই এই প্রসঙ্গে সহমত। পার্থ-অর্পিতাকে নিয়ে হাজার হাজার মিম যত জনপ্রিয় হচ্ছে, ততই যেন মানুষের মন থেকে মুছে যাচ্ছে কয়েক হাজার মানুষের আসল লড়াই। সৎ পথে চাকরির আশায় যাদের লড়াই দেখতে দেখতে ৫০০ দিনে পড়ল। প্রচারের আলো তাঁদের ওপর এখনও বেশ কিছুটা কমই।
সেই নিয়েই ফেসবুকে পোস্ট করলেন এই সময়ের বাংলার দুই দাপুটে অভিনেতা ঋদ্ধি এবং ঋত্বিক। প্রসঙ্গত, বাংলার প্রতিবাদী বিদ্বজন হিসেবে পরিচিত মুখ কৌশিক সেন, যিনি সম্পর্কে ঋদ্ধির বাবা, এসএসসি দুর্নীতি প্রসঙ্গে তাঁর নীরব থাকা নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছে ইতিমধ্যে।
বিনোদন জগতের অধিকাংশই এই প্রসঙ্গে মুখ না খুললেও সুদীপ্তা চক্রবর্তী, শতরূপা সান্যাল, শ্রীলেখা মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনীক দত্তেরা সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।