সমস্যার যেন অন্ত নেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী রুবেল দাস আর শ্বেতা ভট্টাচার্যের জীবনে৷ কিছুদিন আগেই দুই গোড়ালি ভেঙেছিল রুবেলের। বাড়ি থেকেই 'নিমফুলের মধু' সিরিয়ালের শুটিং করেছিলেন নায়ক। তাঁকে নিয়ে তখন নাজেহাল ছিলেন শ্বেতা৷ ক'দিন কাটতে না কাটতেই ডেঙ্গিতে আক্রান্ত হলেন রুবেল! তাও আবার ঠিক পুজোর মুখে। গোটা পুজোটা হাসপাতালেই কাটাতে হল তাঁকে। আর শ্বেতা? যোগ্য সহধর্মিণীর মতো সারাক্ষণ রইলেন রুবেলের পাশে পাশে।
পুজো মিটতেই সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন রুবেল। সেই সঙ্গে প্রেমিকার অকুণ্ঠ প্রশংসা! হবে নাই বা কেন! রুবেলের জন্য পুজোর যাবতীয় আনন্দ শিকেয় তুলে রেখেছিলেন শ্বেতা। প্রতিমা দর্শনটুকুও করেননি। সারাক্ষণ ছিলেন প্রেমিকের পাশে। নিয়মিত যোগাযোগ রেখেছেন চিকিৎসকদের সঙ্গে। খাইয়ে দিয়েছেন নিজের হাতে। খেয়াল রেখেছেন ওষুধপত্র থেকে শুরু করে প্লেটলেটের ওঠাপড়ার। নেটিজেনরাও ধন্য ধন্য করছেন। এমন সঙ্গী পাওয়া কি মুখের কথা!
শ্বেতার ভালেবাসায় মুগ্ধ রুবেল লিখেছেন, রুবেল লেখেন, 'মনে হল উমা সর্ব ক্ষণ আমার সঙ্গেই ছিল। তাই আমি এখন সুস্থ।' পুজোর দিনগুলোয় ছুটি ছিল স্টুডিওপাড়ায়। সুস্থ হয়ে উঠেও কাজে নামতে হবে রুবেলকে। শ্বেতাও ব্যস্ত হয়ে পড়বেন ওয়েব সিরিজের কাজে।