গত ১৯ মার্চ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষার পর বুকে পেসমেকার বসান। প্রায় তিনদিন টানা হাসপাতালেই ভর্তি ছিলেন সব্যসাচী। তাঁর পরিবার ছাড়া বিষয়টি কেউই জানতে পারেননি। অবশেষে বাড়ি ফিরলেন এই অভিনেতা।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়ালেও পরিবারের তরফে সব্যসাচীর শারীরিক অসুস্থতা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পুরো বিষয়টাই আড়ালে রাখা হয়েছিল। তবে, হাসপাতাল সূত্রের খবর, গত ২২ মার্চ হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি।
কয়েকদিন আগেই, নাতি ধীরের অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে তদারকিও করেছিলেন সবকিছুর। তারপরই অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবির শুটিং শুরু করারও কথা রয়েছে তাঁর। যদিও, চিকিৎসকরা আপাতত কয়েকটা দিন তাঁকে বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন।