'সত্যাণ্বেষী' অভিনেতা দেব। আর সত্যবতী হচ্ছেন রুক্মিণী। এ খবর সামনে চলে এসেছে আগেই। এবার সামনে এল আরও এক চমক। পর্দায় দেব-রুক্মিণীর সঙ্গে দেখা যাবে জমিদার ভূপতি তথা বল্লভপুরের যুবরাজ সত্যম ভট্টাচার্যকে। জানা গিয়েছে, 'দুর্গ রহস্য' ছবিতে মণিলাল চরিত্রে দেখা যাবে সত্যমকে।
মাস কয়েক আগেই দেব প্রথম নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, বিরসা দাসগুপ্তের পরিচালনায় এবার তিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করবেন। হয়ে গিয়েছে ছবির শুভমহরৎও।
চলতি সপ্তাহেই শুরু হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তৈরি এই ছবির শুটিং। জুলাই পর্যন্ত শুটিং চলার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পেতে পারে 'দুর্গ রহস্য' ছবিটি।