ছোটপর্দার অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের কিনারা হয়নি এখনও। তার মধ্যেই পুলিশি হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন তাঁর প্রেমিক শিজান খান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শনিবার মহারাষ্ট্রের আদালত শিজানের ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে।
গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের শ্যুটিং সেটে আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী তুনিশা। সেই আত্মহত্যার ঘটনায় অভিনেত্রীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে শিজানের বিরুদ্ধে। তুনিশার মা বনিতা শর্মার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিনেতাকে। তারপর থেকে পুলিশি হেফাজতেই ছিলেন তিনি।
উল্লেখ্য, অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তুনিশার প্রাক্তন প্রেমিক শিজানকে। বিচ্ছেদের দিন পনেরোর মধ্যেই ঘটে আত্মহত্যার ঘটনা।
২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী।