প্রায় এক বছর পর ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। টলিপাড়ায় গুঞ্জন ধারাবাহিকের নায়ক নাকি গৌরব রায়চৌধুরী। ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন গৌরবের ধারাবাহিক 'পিলু' শেষ হতে চলেছে। সূত্রের খবর, এর মধ্যেই নতুন ধারাবাহিকের কথাবার্তা পাকা হয়ে গিয়েছে।
২০২০ সালে গৌরব এবং শ্রুতিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের নাম ছিল 'ত্রিনয়নী'। সেই সময় টিআরপি রেটিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এর পরে অবশ্য 'ওগো নিরুপমা' এবং 'পিলু' নামক দুটো ধারাবাহিক অভিনয় করে ফেলেছেন গৌরব। শ্রুতিও জুটি বেঁধেছেন দিব্যজ্যোতি দত্তের সঙ্গে দেশের মাটি ধারাবাহিকে।
কিন্তু গৌরব এবং শ্রুতিকে একসঙ্গে তারপর আর কোনও ধারাবাহিকের দেখা যায়নি। শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে ফের এই জুটিকে পর্দায় ফিরিয়ে নিয়ে আসছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। যদিও, ধারাবাহিকের গল্প সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে, এবারেও বেশ কিছু চমক অপেক্ষা করছে বলেই গুঞ্জন টলিপাড়ায়।