বুধবার রাত থেকেই অভিনেতা বিক্রম গোখেলের মৃত্যুর খবর ছড়াতে শুরু করে চারপাশে। রাত বাড়লে, পরিবারের তরফে জানানো হয়, খবর সত্যি নয়। বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ভেন্টিলেশনে রয়েছেন, তবে অভিনেতাকে মৃত ঘোষণা করেনি হাসপাতাল। তবে তাঁর মাল্টিপল অর্গান ফেলিয়োর হওয়া শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
গত ৫ নভেম্বর থেকে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম গোখেল। মাঝে অবস্থার উন্নতি হলেও পরে ক্রমশ অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার সকালে অভিনেতার শারীরিক অবস্থা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ব্রুশালী।
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার প্রয়াণের খবরের সঙ্গে সঙ্গে নানা সংবাধমাধ্যমে উল্লেখ করা হয়েছিল, ৮২ বছর বয়সে অভিনেতা প্রয়াত হন। সে প্রসঙ্গেও স্ত্রী বলেন, অভিনেতার বয়স ৭৭।
অগ্নিপথ, হাম দিল দে চুকে সনম, খুদাগাওয়া-র মতো সিনেমায় তাঁর অভিনয় রীতিমতো দাগ কেটেছিল দর্শকের মনে।