Will Smith : ক্রিস রককে চড় মারার কঠোর শাস্তি, অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

Updated : Apr 09, 2022 08:17
|
Editorji News Desk

অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার জন্য অভিনেতা উইল স্মিথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল অ্যাকাডেমি । ১০ বছরের জন্য অভিনেতাকে অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে । যদিও, স্মিথ তাঁর আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিলেন ।

অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা সহ্য করতে পারেননি অভিনেতা উইল স্মিথ । সবার সামনে মঞ্চে উঠে সপাটে চড় মেরেছিলেন কমেডিয়ান ক্রিস রককে । এই ঘটনার পর তাঁর আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন স্মিথ । শাস্তিস্বরূপ তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয় । তবে এতদিন অ্যাকাডেমির তরফে কোনও পদক্ষেপ করা হয়নি । শুক্রবারই অস্কারের মঞ্চে এই ঘটনা নিয়ে আলোচনায় বসে‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’। এই বৈঠকেই তাঁরা স্মিথের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেন । জানিয়ে দেন, অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হচ্ছে ।

স্ত্রীর মাথায় চুল না থাকা নিয়ে রসিকতা করায় ৯৪ তম অস্কার প্রদান অনুষ্ঠান চলাকালীন ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ । এই নিয়ে গোটা দুনিয়ায় স্মিথকে নিয়ে সমালোচনা শুরু হয় । তাঁর আচরণের কড়া নিন্দা করে অ্যাকাডেমি । আবার, ওই চড়কাণ্ডের ঠিক এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন উইল স্মিথ ।

তবে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন তিনি । স্মিথ জানিয়েছিলেন, তিনি ভুল করেছেন । এই আচরণ তাঁকে শোভা দেয় না । পাশাপাশি, ক্রিস রকের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি । এরপরই অ্যাকাডেমি থেকে ইস্তফা দেন তিনি । ইস্তফাপত্রে স্মিথ জানিয়েছেন, কৃতকর্মের জন্য তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হবে, তিনি তা মাথা পেতে নেবেন । অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রাবিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁরা স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন । পাশাপাশি, উইল স্মিথের ওই আচরণের প্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে যে প্রক্রিয়া শুরু করেছে, তা অব্যাহত থাকবে । তবে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেও উইল স্মিথকে তাঁর পুরস্কার ফেরত দিতে হবে না । স্মিথের পদত্যাগের ৭ দিন পর অ্যাকাডেমি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ।

Chris RockWill smithOscar

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন