টলিউডের উন্নতির জন্য বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনতে হবে । বললেন অভিনেতা যশ দাশগুপ্ত । কখনও কলকাতা তো কখনও মুম্বই । বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের রুটিনটা অনেকটা সেরকমই । আসলে, চলতি বছরই যশের হিন্দি ছবি 'ইয়ারিয়া টু' মুক্তি পাবে । তার জন্য মাঝেমধ্যেই কলকাতার বাইরে যেতে হচ্ছে । এদিকে,'শিকার' ছবির শুটিং চলছে কলকাতায় । ব্যস্ততার ফাঁকেই আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্যিক ছবি নিয়ে কথা বললেন যশ । টলি ইন্ডাস্ট্রি নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন অভিনেতা ।
টলিউডের কোথায় কোথায় উন্নতির প্রয়োজন ? প্রশ্নের জবাবে অভিনেতা জানিয়েছেন, বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনতে হবে । দেখা যাচ্ছে, সর্বভারতীয় স্তরে ভাল ব্যবসা করছে যে ছবিগুলি, সেগুলো প্রায় বেশিরভাগই বাণিজ্যিক । তাছাড়া, তাঁদের মতো অভিনেতা বাণিজ্যিক ছবির জন্যই আজ এতটা জনপ্রিয় । যশের কথায়, "মফস্সলের মানুষ এখনও বাণিজ্যিক ছবিই দেখতে পছন্দ করেন । শহরের দর্শকরা কিন্তু সিনেমা হলে গিয়ে সিটি বাজান না, বাজান গ্রামবাংলার দর্শক । ৩০ শতাংশ মানুষের কথা ভাবতে গিয়ে ৭০ শতাংশ মানুষকে ভুলে যাওয়াটা কি ঠিক? " একইসঙ্গে যশ জানিয়েছেন, বাণিজ্যিক ছবিতেই বেশি স্বচ্ছন্দ তিনি । যশ বলেন, "আমি বাণিজ্যিক ছবি নিয়েই থাকতে চাই । অন্য ধারার ছবি করেছি । কিন্তু সেই অভিজ্ঞতা আমার কাছেই খুবই বোরিং। বাণিজ্যিক ছবি করতেই ভালবাসি । যার হাসার হাসতে পারে, আমার কিছু যায় আসে না।"
আগামী দিনে একটু বেছে বেছেই কাজ করতে চান অভিনেতা । যশ বলেন, "বছরে ১০টা ছবির বদলে ২টো ছবি করা অনেক ভাল । কারণ সিনেমায় অভিনয় করছি। একটু না হয় কম কাজ করি, কিন্তু একটু বেছে কাজ করব।"