দেখতে দেখতে প্রায় দু' সপ্তাহ কেটে গিয়েছে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা সংকটজনক। মিরাকল-এর জন্য প্রার্থনা করার অনুরোধ করে পোস্ট করলেন অভিনেত্রীর বন্ধু সব্যসাচী।
নতুন করে অভিনেত্রীর স্বস্থ্যের অবনতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে গত দু-দিন ধরে জ্বর এবং নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
সব্যসাচী সোমবার সন্ধেয় ফেসবুকে পোস্ট করে অনুরাগীদের কাছে ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছেন। লিখেছেন, ঐন্দ্রিলা একটা অমানসিক লড়াই লড়ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে। ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলতে অলৌকিক কিছু ঘটার প্রার্থনা করতে অনুরোধ করেছেন সব্যসাচী।
সি প্যাপ সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। কোমা থেকে বেরোলেও আচ্ছন্ন অবস্থায় আছেন ঐন্দ্রিলা।
বন্ধু সব্যসাচী চৌধুরী গত সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। তবে শুক্রবার অভিনেত্রীর নতুন করে জ্বর আসার খবর পাওয়া যায়। সংক্রমণও হয় নতুন করে।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। প্রথম বেশ কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর ভেন্টিলেশন সাপোর্টের বাইরে আনা হয় তাঁকে।