এখনও সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি তাঁর। শরীরে কোনও সাড় নেই, রয়েছে অল্প জ্বর। গত সপ্তাহে দ্রুত সুস্থ হওয়ার আশা জাগালেও চলতি সপ্তাহে ছবিটা একেবারেই বদলে গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর সংক্রমণ কিছুতেই কমছে না। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। তাঁরা জানিয়েছেন, সংক্রমণ না থাকলে জ্বর আসত না। ফলে অভিনেত্রীর আগের ওষুধ বদলে, নতুন কোর্স চালু করেছেন চিকিৎসকরা। নয়া অ্যান্টিবায়োটিক কোর্স চালু করে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। এছাড়া সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে সমস্ত প্রোটোকল মেনে চিকিৎসা চলছে বলেই খবর। এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। জ্ঞান না এলেও একটা ঘোরের মধ্যে রয়েছেন ঐন্দ্রিলা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই মত চিকিৎসকদের।
অন্যদিকে, মিরাকল-এর জন্য প্রার্থনা করার অনুরোধ করে পোস্ট করেছেন অভিনেত্রীর বন্ধু সব্যসাচী। সোমবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করে অনুরাগীদের কাছে ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছেন সব্যসাচী। তিনি লিখেছেন, ঐন্দ্রিলা একটা অমানসিক লড়াই লড়ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে। ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলতে অলৌকিক কিছু ঘটার প্রার্থনা করতে অনুরোধ করেছেন সব্যসাচী।