অতি সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা। কোনও রকম সাড় নেই। রক্তচাপ ওঠানামা করছে। চোখ খুলছেন না। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। দিন দুয়েক আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত কোনও উন্নতি নেই ঐন্দ্রিলার।
অভিনেত্রীর ‘গ্লাসগো কোমা স্কেল’-এর মাত্রা ৩, যা খুব একটা আশাব্যাঞ্জক নয়। -এ একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে অন্তত ১৪।
বুধবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে। শরীরে রক্তচাপ ওঠানামা করছে। চলছে কড়া ডোজের অ্যান্টি বায়োটিক।
গত পয়লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে টানা হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের ভর্তি রয়েছেন অভিনেত্রী।