বুধবার সকালেই পরপর হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর । অবস্থা আশঙ্কাজনক । দেওয়া হয়েছে ‘সিপিআর’। তবে, বেলা গড়িয়ে সন্ধের সময় অল্প হলেও জাগল একটু আশার আলো। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগের থেকে একটু হলে স্থিতিশীল ঐন্দ্রিলা। তবে কোনও সাড় নেই তাঁর। বুধবার সকালে পর পর কয়েকটি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা সিপিআর দিতে চেষ্টা করেন ঐন্দ্রিলাকে। চিকিৎসকদের দেওয়া সেই সিপিআরে সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা।
১ নভেম্বর রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাঁর শরীরের একদিক অসাড় হয়ে যায়। ঘন ঘন বমি করতে থাকেন। অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁর পরিবার ও বন্ধু সব্যসাচী চৌধুরী।
২০১৫ সাল থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বোনম্যারো ক্যান্সার তখন বাসা বেঁধেছিল অভিনেত্রীর শরীরে, ডাক্তাররা জবাবও দিয়েছিলেন যে ৬ মাসের বেশি বাঁচানো সম্ভব না । অথচ তার পরেও ফিনিক্সের মতো মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন তিনি । ২০২১ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর । ফিরে এসেছিল ক্যান্সারও । ফের শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই। যা চলছে এখনও। আর রয়েছে অগণিত মানুষের প্রার্থনা।