ফের মারণরোগ ক্যানসার বাসা বেঁধেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma) মা শিখা শর্মার (Sikha Sharma) দেহে। ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে (Cancer) আক্রান্ত হন তিনি। সেরে উঠেছিলেন। ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার ঠিক আগেই ফের তাঁর ক্যানসার ধরা পড়ে। শিখা দেবী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। কেমো চলছে। ১৩ জানুয়ারি টাটা মেডিক্যাল সেন্টারে তাঁর অপারেশন হবে।
এর আগে জরায়ুতে ক্যান্সার হয়েছিল তাঁর। একদম শেষ পর্যায়ে ধরা পড়েছিল। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন, তাঁর আয়ু কতটা। কিন্তু মনের জোর হারাননি। লড়াই চালিয়ে গিয়েছেন। জিতেও গিয়েছেন সেই লড়াইয়ে। ফিরে এসেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। যে লড়াই থেকেই বাঁচার অদম্য জেদ পেয়েছিলেন ঐন্দ্রিলা।
আরও পড়ুন- 'টলিউডে নারীকেন্দ্রিক ছবি হবে কবে?' প্রশ্ন ছুঁড়লেন পর্দার লাবন্য ওরফে রূপাঞ্জনা মিত্র
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যখন ক্লাস ইলেভেনে পড়েন প্রথমবার তাঁর শরীরে ক্যানসার বাসা বাঁধে। সেই লড়াইয়ে তিনি জয়ী হয়েছিলেন। ফিরেছিলেন স্বাভাবিক ছন্দে। বাবা, মা, দিদি তাঁকে আগলে রেখেছিল। দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় পাশে পেয়েছিলেন বন্ধু সব্যসাচীকে।
দু'বার এই কর্কট রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু শেষবার আর পারেননি। টানা ২০ দিন লড়াই করে হার মেনে নিয়েছিলেন অভিনেত্রী। গত বছর ২০ নভেম্বরে মাত্র ২৪ বছর বয়সেই চিরঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।