আইবুড়োভাত খাওয়ার পর্ব চলছিলই। এবার চুপিসারে রেজিস্ট্রি করে ফেললেন টেলিপাড়ার দুই চর্চিত জুটি অনামিকা চক্রবর্তী-উদয় প্রতাপ সিং।
প্রকাশ্যে এসেছে মিয়াঁ বিবির রেজিস্ট্রির ছবি। সই সাবুদ সারা হতেই অনামিকার কপাল রেঙ্গেছে লাল সিঁদুরে। স্পেশাল দিনে বরের গায়ে ছিল আকাশি কুর্তা, কনের পরনে হালকা গোলাপি শাড়ি। রেজিস্ট্রির পর কেকও কেটেছেন দুজনে, সে সব ছবিও অনামিকা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা ছিল না দুজনের। প্রায় আড়াই বছর ধরে প্রেম করছিলেন উদয়-অনামিকা। আগেই জানিয়েছিলেন, বিয়ে সামনেই।