ফেক প্রোফাইলের জ্বালায় নাজেহাল ছোটপর্দার অভিনেত্রীরা। অভিনেত্রী মধুমিতা সরকার, ঐন্দ্রিলা সাহার পর এ বার এই তালিকায় জুড়ল অনিন্দিতা রায়চৌধুরীর। 'এক্কা দোক্কা' সিরিয়ালের এই অভিনেত্রী এই নিয়ে পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।
তাঁর ছবি ও নাম দিয়ে খোলা হয়েছে ফেক প্রোফাইল, অভিযোগ অনিন্দিতার৷ বিভিন্নজনের কাছে আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে৷ বলা হচ্ছে, তিনি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। টাকা দিলে অভিনয়ে সুযোগ করে দেওয়া হবে। দ্রুত পুলিশের দ্বারস্থ হবেন অভিনেত্রী।
ফেসবুকে নেই অভিনেত্রী পল্লবী শর্মাও। তাঁর নামেও খোলা হয়েছিল ফেক প্রোফাইল। এবার নতুন শিকার অনিন্দিতা।