জগদ্ধাত্রী’ ধারাবাহিকের দৌলতে অঙ্কিতা মল্লিক এখন বাংলার দর্শকদের কাছে খুব পরিচিত নাম। জ্যাস সান্যালের মারকাটারি অ্যাকশনের ফলাফল হাতেনাতে মেলে টিআরপি তালিকায়। রিয়াল লাইফের জ্যাস থুড়ি অঙ্কিতার জীবনে কি বসন্ত এসে গেছে? অঙ্কিতা নাকি মন দিয়েছেন টলি পাড়ার ফটোগ্রাফারকে?
সম্প্রতি সোনার সংসারে অঙ্কিতার অ্যাওয়ার্ড হাতে মিষ্টি ছবি শেয়ার করেন সুদীপ্ত, লেখেন ‘অভিনন্দন’। সেই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন অঙ্কিতা। ব্যাস। অঙ্কিতার ভক্তরা ধরেই নিলেন, নিশ্চয়ই সুদীপ্ত-অঙ্কিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।
অভিনেত্রী নিজে অবশ্য বলছেন, সে সব কিছুই না, দুজনের সম্পর্ক ভাই বোনের। মুচকি হেসে জানালেন,'সুদীপ্ত (চন্দ) আমার খুব ভালো বন্ধু।