মধ্যরাতে আচমকাই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর গাড়িতে ভাঙচুর। ইট বৃষ্টি স্টুডিও পাড়ায়। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। ঘটনার দিন স্টুডিওতে গিয়েছিলেন। ধারাবাহিক লক্ষ্মী কাকিমার সুপারস্টার-এর শুটিং চলছিল। শুটিং শেষ হতে রাত বারোটা বেজে যায়। তারপর দাদার ফোন আসায় স্টুডিও থেকে মেকআপ রুমে চলে যান অপরাজিতা।
অপরাজিতার অভিযোগ, সেই সময় এলোপাথারি ইট বৃষ্টি শুরু হয় স্টুডিওতে। অপরাজিতা গাড়ির সামনেই ছিলেন। ইট লেগে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
রাত হলেও শুটিং এর কারণে সব সময় জমজমাট থাকে স্টুডিও পাড়া। সেখানে এসে আদৌ সবার অলক্ষে ইট ছোড়া কি সম্ভব? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় অপরাজিতা অভিযোগ করেছেন, ৩০০-৪০০টা ইট ছোড়া হয়েছে। যার মধ্যে প্রায় ২৫-৩০ টা স্টুডিওর ভেতরে এসে পড়েছে। প্রাথমিক সূত্রের খবর, মানসিক বিকারগ্রস্ত কেউ এমন কাজ করেছে।