অপরাজিতা আঢ্যের পরিবারে শোক সংবাদ। চলে গেলেন অভিনেত্রীর মা। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর মায়ের। দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা। শেষ রক্ষা হল না। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অপরাজিতা।
মায়ের অসুস্থতার কারণেই এবারের জন্মদিন বাইরে না পালন করে বাড়িতেই পালন করেছিলেন অভিনেত্রী।
Naseeruddin Shah: 'সিনেমা হলের ভবিষ্যৎ অন্ধকার', বলিউডের অস্তিত্ব নিয়ে আশঙ্কায় নাসিরুদ্দিন শাহ
শৈশবে বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। এবার মাকে হারালেন। সকালে শুটে বেরনোর আগে মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পান অপরাজিতা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মায়ের মৃত্যু হয়।