বঙ্গ ললনা হয়েও হিন্দি টেলিভিশনে দাপিয়ে অভিনয় করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। এবার নতুন চরিত্রে দেবিনা। পাল্টাচ্ছে স্বামী গুরমিতের ভূমিকাও। খুব শিগগির বাবা মা হচ্ছেন তাঁরা। দেবিনা নিজের সাধের ছবি পোস্ট করেছেন সম্প্রতি। মেরুন আনারকলিতে ফেটে পড়ছে মম টু বি-র জেল্লা।
দেবিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর অবশ্য অনেক আগেই প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। ঘনঘন ছবি, রিল আপলোডও চলছিল।
প্রকাশ্যে সোনম কাপুর-আনন্দ আহুজা, হবু মায়ের বেবি বাম্প স্পষ্ট
সাধের সাজে একটু বাঙালি লুক চেয়েছিলেন দেবিনা। তবে সাজের পরে একটু বিহারি, একটু উত্তর ভারতীয় ছোঁয়া এসেছে, এমনটাই মত দেবিনা-র। পরিবারের নতুন সদস্যকে ওয়েলকাম করতে আপাতত সব প্রস্তুতি সাড়া।