Koel Mallick : দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল, জিৎ, শুভশ্রীর পর ফ্যামিলি অফ ফোর-এর ফেমে এবার 'মিতিন মাসি'

Updated : Oct 03, 2024 16:39
|
Editorji News Desk

পুজোর আবহে সুখবর দিলেন কোয়েল মল্লিক । টলি অভিনেত্রীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য । ৪২ বছরে ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক । বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিপাড়ার 'মিতিন মাসি' । 

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন কোয়েল । ছবিতে দেখা যাচ্ছে কোয়েল, নিসপাল ও কবীরকে । যদিও ফ্যামিলি অফ থ্রি-এর ফ্রেম খুব তাড়াতাড়িই বদলাতে চলেছে । নতুন সদস্যের অপেক্ষায় তাঁরা । ক্যাপশনে নায়িকা লিখেছেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে এবং কবীর শীঘ্রই বড় দাদা হতে চলেছে । সবার ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন ।" সঙ্গে জুড়ে দেন রেড হার্টের ইমোটিকন ।  

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল ও নিসপাল সিং রানে । বিয়ের ৭ বছর পর ২০২০ সালে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন । কবীরের বয়স এখন সাড়ে ৪ বছর । এবার দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁর কোলে । শুভেচ্ছাবার্তায় ভাসছেন কোয়েল । 

কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে জিৎ লেখেন, “খুব ভাল খবর। পরিবারের প্রত্যেকেকে শুভেচ্ছা।” শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্তরা ।

চলতি বছর মল্লিক বাড়ির দুর্গাপুজো ১০০ বছরে পা দিতে চলেছে । তবে, এবার পুজোয় সেরকম জাঁকজমক থাকছে না । আর জি করের নির্যাতিতা এখনও বিচার পাননি । তাই এবার মল্লিকবাড়িতে পুজো আনন্দ ফিকে । কোয়েল জানিয়েছিলেন, ১০০ বছর এবার । তাই প্ল্যান ছিল অনেক । ভেবেছিলেন অনেকটা আনন্দ করবেন । কিন্তু, এখন আর মন থেকেই কোনও আনন্দ আসছে না কোয়েলের । পুজো তো হবেই । ১০০ বছর তো আর আসবে না । আত্মীয়-স্বজনরা আসবেন । পরিবারের মধ্যেই পুজোটা রাখার প্ল্যান রয়েছে । একেবারে প্রাইভেট । এই খবর প্রকাশ্যে আসার পর থেকে মন খারাপ ছিল ভক্তদের । কিন্তু, দেবীপক্ষে সুখবর দিয়ে ভক্তদের মন ভাল করে দিলেন কোয়েল ।

গত বছরই টলিউডে ফ্যামিলি অফ ফোর-এর ফ্রেমে জায়গা করে নেন জিৎ ও শুভশ্রী । গত বছর অক্টোবর মাসেই দ্বিতীয়বার বাবা হয়েছেন জিৎ । মেয়ের পর তাঁদের ঘরে আসে পুত্র সন্তান । গত বছর পুজোর সময়ই সুখবর দিয়েছিলেন জিৎ । 

টলিউডে গত বছর নভেম্বরের শেষে রাজ-শুভশ্রীর ঘরে আসে নতুন অতিথি । ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী । ইয়ালিনির বয়স এখন ১০ মাস । দিন কয়েক আগে মেয়ের ছবি প্রকাশ্যে আনেন তারকা জুটি । 

গত বছর বাবা-মা হয়েছেন গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষও । সেপ্টেম্বরেই পুত্রসন্তানের জন্ম দেন ঋদ্ধিমা । ছেলে ধীর এখন ১ বছরের । জন্মদিনে মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছিলেন ঋদ্ধিমা ।

চলতি বছর টলিউডে সুখবর দিতে চলেছেন কোয়েল । তবে, ডেলিভারি ডেট কবে, বা কত মাসের সন্তানসম্ভবা কোয়েল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি । 

স্টার জলসার মহালয়া-তে এবার দুর্গারূপে দেখা গিয়েছিল কোয়েলকে । পুজোর দুই-তিনমাস আগে শুটিং সারেন কোয়েল । অন্যদিকে, মিতিন মাসি-রও শুটিং শেষ করেছেন অভিনেত্রী ।  ছবির নাম 'একটি খুনির সন্ধানে মিতিন'। তবে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাতও ভেঙে যায় নায়িকার। ছবিতে কোয়েল ছাড়াও অর্জুন চক্রবর্তী,শুভ্রজিৎ দত্তদের দেখা যাবে । 

Koel mallick

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?