দিন কয়েক আগেই মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন । এবার ইরফান পাঠান ও গৌতম গম্ভীরকে নিয়েও বিতর্কিত মন্তব্য করলেন পায়েল ঘোষ । তাঁর দাবি, প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী । শুধু তাই নয়, গৌতম গম্ভীরও তাঁকে প্রতিদিন মিসড কল দিতেন । অভিনেত্রীর এমন মন্তব্য ফের ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । ফলে আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন পায়েল ।
পায়েল বেশ কয়েকটি ধারাবাহিক টুইট করেন । শামিকে বিয়ের প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, মজা করে ওই টুইট করেছিলেন তিনি । তিনি একমাত্র ইরফান পাঠানকেই ভালবেসেছিলেন । তাঁদের ব্রেকআপের পর আর কোনও সম্পর্কে জড়াতে পারেননি তিনি । পায়েল তাঁর ইরফানের পুরনো ছবি পোস্ট করে লেখেন,'আমাদের ব্রেকআপের পর আমি ভেঙে পড়েছিলাম। অনেক অনেকটা সময় কাজ করতে পারিনি। কিন্তু ওকেই একমাত্র ভালোবেসেছিলাম আমি। এরপর আর কখনও প্রেমে পরিনি।'
এরপরেই গৌতম গম্ভীরের প্রসঙ্গ তোলেন তিনি । লেখেন, 'গৌতম গম্ভীর, অক্ষয় কুমার প্রত্যেকে আমাকে পছন্দ করতেন। কিন্তু আমি কেবল ইরফানকে ভালোবেসেছি। আমি ওকে চোখে হারাতাম।' তাঁর আরও দাবি, 'গৌতম আমাকে প্রতিদিন মিসড কল দিত । ইরফান এটা জানত। ও আমার সমস্ত কল ডিটেইল চেক করত। '
উল্লেখ্য, বছর দুয়েক আগে এই পায়েল ঘোষই অনুরাগ কাশ্য়পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন । তারপর থেকেই লাইমলাইটে রয়েছেন এই বাঙালি অভিনেত্রী ।