ভালবাসার দিনে মুখেভাত খেল বাংলাদেশের অভিনেত্রী পরীমণির ছেলে (Pori Moni Son rice ceremony) রাজ্য । একমাত্র আদরের ছেলে । তাই, আয়োজনও যে এলাহি, তা বলাই বাহুল্য । সাজিয়ে তোলা হয়েছিল অভিনেত্রীর বাড়ি । দাওয়াতে মাছ, মাংস, বিরিয়ানি কি নেই । তবে,রাজ্যের মুখেভাতের অনুষ্ঠানে নজর কেড়েছে অনাথ, দুঃস্থ পথশিশুরা । তাদের সঙ্গে বসেই প্রথম ভাতের স্বাদ নিল পরী (Pori Moni) ও রাজের একমাত্র ছেলে রাজ্য । মঙ্গলবার রাতে সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা ।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, শামিয়ানা খাটিয়ে সাজানো হয়েছিল নায়িকার বাড়ি । সেইসঙ্গে ছিল রঙবেরঙের আলোর মেলা । হলুদ পাঞ্জাবি পরে মায়ের কোলে ছোট্ট রাজ্য যেন রাজকুমার । বাবা-মায়ের সঙ্গে ক্যামেরায় পোজও দিল । এদিন, হলুদ-লালের কম্বিনেশনের শাড়ি পরেছিলেন পরীমণি । গলায় কানে ছিল ভারী গয়না । বাবা রাজ পরেছিলেন সাদা কুর্তা । পথশিশুদের নিজের হাতে খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে পরীমণি ও রাজকে । দু'জনের কাছেই দিনটা যে কত আনন্দের,তা তাঁদের চোখেমুখেই ফুটে উঠছিল । ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, " 'ফাল্গুণি ভালবাসায় রাজ্যের মুখেভাত' ।
পরীমণি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পথশিশুদের সঙ্গে রাজ্যের প্রথম মুখেভাত । পথশিশুরাও মানুষ । তাদেরও ভাল-মন্দ খেতে মন চায় । তিনি চান রাজ্য যেন মানবিক মানুষ হয়ে ওঠে ।