শুটিংয়ের পর বোরখা পরে মেট্রো ধরতে ছুটতেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকত বাড়ির গাড়ি। সেই গাড়িতে করে বাড়ি ফিরে ঠিক সময়ে ছেলে রৌনককে পড়তে বসাতেন অভিনেত্রী। বোরখা না পরে উপায় ছিল না, নয়তো মেট্রোয় মবড্ হওয়ার সম্ভাবনা ছিল৷ আর মেট্রো না নিলে ছেলের পড়তে বসতে দেরি হবে।
রচনার পুত্রস্নেহের এই গল্প শুনিয়েছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ানের নতুন পর্বে এসেছিলেন তিনি। সাধারণত স্টারকিডরা বাবা-মায়ের সঙ্গ তেমন পান না। তবে রচনার বেলায় সে কথা খাটে না। তিনি ছেলে অন্তঃপ্রাণ।
বহুদিন রচনাকে দেখা যায়নি বড়পর্দায়। তবে ছোটপর্দা মাতিয়ে রেখেছেন তিনি৷ দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার সময়ও বার বার বলেন ছেলে রৌনকের কথা। এবার জানা গেল মা রচনার অজানা গল্প।