অভিনেত্রী রাখি সাওয়ান্ত গুরুতর অসুস্থ। জানা গিয়েছে, বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাখি, এমনই খবর প্রকাশিত হয়েছে একটি সংবাদমাধ্যমে।
টেলিভিশন অভিনেত্রী এবং রিয়্যালিটি শো 'বিগ বস'-এর প্রতিযোগী রাখির ভক্তরা তাঁর অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন। ভাইরাল ভায়ানি তাঁর ইনস্টাগ্রামে রাখির কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রাখি হাসপাতালে শুয়ে আছেন, তাঁর আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাখির হৃদযন্ত্রের কিছু সমস্যা ছিল। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা ভীষণ সিরিয়াস নয়।