অভিনেত্রী রশ্মিকা মন্দানা-র ফেক ভিডিও নিয়ে চর্চা চলছে সর্বত্র । নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ । খোদ অমিতাভ বচ্চন আইনি পদক্ষেপের দাবি তুলেছেন । কিন্তু, ফেক ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি অভিনেত্রীকে । তবে, এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রশ্মিকা মন্দানা স্বয়ং । কী বললেন অভিনেত্রী ?
সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা জানিয়েছেন, এরকম যে সত্যিই তাঁর সঙ্গে কিছু হয়েছে, সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে । সেইসঙ্গে এটা যে তাঁর জন্য কতটা ভয়ের ব্যাপার, সেই বিষয়েও জানিয়েছেন রশ্মিকা । শুধু রশ্মিকার জন্য নয়, সকলের জন্যই এটা একটা খারাপ বার্তা বয়ে আনছে । প্রযুক্তির অপব্যবহারই এর প্রধান কারণ । পরবর্তীকালে যাতে এধরনের ঘটনা আর কারও সঙ্গে না ঘটে, সেটা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন রশ্মিকা
অভিনেত্রী লেখেন, 'এটা শেয়ার করতে সত্যিই আমার কষ্ট হচ্ছে । আমি ভাবতে পারছি না আমার ডিপফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার বিষয়ে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে । এরকম সত্যিই যে কিছু হয়েছে, সেটা মেনে নিতে পারছি না । এটা আমার কাছে খুবই ভয়ের একটা ব্যাপার । তবে এটা শুধু আমার জন্য ভয়ের নয়, আমাদের প্রত্যেকের জন্যও এটা খুব খারাপ একটা বার্তা বয়ে আনছে । প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের এত ঝুঁকি বেড়েছে ।'
তিনি আরও লেখেন, 'আজ একজন নারী এবং এক অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে সাহায্য করছে, সুরক্ষা দিচ্ছে । কিন্তু আমি যখন স্কুল বা কলেজে ছিলাম তখন যদি আমার সঙ্গে এরকম কিছু ঘটত, তাহলে,কীভাবে এর মোকাবিলা করতাম আমি, সেটা কল্পনাই করতে পারছি না ।' গোটা বিষয়টার বিরুদ্ধ যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার দাবি তুলেছেন রশ্মিকা ।