টলিপাড়ার ডিভা রুক্মিণী মৈত্র । মডেলিং থেকে কেরিয়ার শুরু, দেবের বিপরীতে সিনেমায় প্রথম আত্মপ্রকাশ । তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নায়িকাকে । রুক্মিণী টলিউডকে উপহার দিয়েছে ককপিট, সুইজারল্যান্ড, পাসওয়ার্ড, কিশমিশ, ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর মতো সিনেমা । সম্প্রতি, টেক্কা-য় 'রাফ অ্যান্ড টাফ' পুলিশ অফিসার মায়া খাস্তগিরের ভূমিকায় নজর কেড়েছেন । এবার নতুন সফর শুরুর ঘোষণা করলেন অভিনেত্রী । এক চিরন্তন ভালবাসার বন্ধনে বাঁধা পড়তে চলেছেন রুক্মিণী । তাহলে কি অবশেষে বিয়ে করছেন দেব-রুক্মিণী ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
দেব-রুক্মিণী চুটিয়ে প্রেম করছেন । সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, দূর দেশে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা । কিন্তু, বিয়ের পরিকল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি । সেক্ষেত্রে, এবারও অনুরাগীদের একটু হতাশ হতে হবে বৈকী । রুক্মিণী তাঁর আগামী প্রোজেক্টের ঘোষণা করেছেন । অর্ণব মিদ্যার পরিচালনায় আসছে 'হাঁটি হাঁটি পা পা'। একেবারে অন্যধরনের একটি সিনেমা । ফের ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণীকে । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির মোশন পোস্টার ।
নায়িকার শেয়ার করা মোশন পোস্টারে দেখা যাচ্ছে, বালির উপর দুটো পায়ের ছাপ । একটা প্রাপ্তবয়স্ক মানুষের, অপরটি এক শিশুর । নোনা জলের সাদা ফেনা বারবার ছুঁয়ে যাচ্ছে দু'টি পায়ের চিহ্ন । পোস্টার শেয়ার করে রুক্মিণী লিখেছেন,'এক নতুন পথ চলা শীঘ্রই শুরু'।
সিনেমার গল্প
'হাঁটি হাঁটি পা পা'এক চিরন্তন ভালবাসার গল্প । তবে, সেখানে সমবয়সী নারী পুরুষের প্রেম নেই । বরং প্রেমের সম্পর্কের বাইরে যে প্রতিটা সম্পর্কে গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালোবাসার কথাই বলবে সিনেমাটি । এমন কিছু সম্পর্ক, যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত, উপেক্ষিত । জীবনের টানাপোড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর সরিয়ে, আদর যত্ন ভালবাসার আলপথ ধরে হাঁটি হাঁটি পা পা-এ পৌঁছে যেতে হবে ।
সিনেমা নিয়ে কী বলছেন পরিচালক ?
অর্ণব মিদ্যা জানিয়েছেন, রুক্মিণীকে ভেবেই নাকি গল্পটি লিখেছেন তিনি । পরিচালকের কথায়, 'একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভালোলাগা-ভালোবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ ।' পরিচালক আরও বলেন,"গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া, তারপর একসঙ্গে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা, গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস । আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে মেলে ধরছেন, এই ছবিতে সেইরকমই কিছু হতে চলেছে ।" পরিচালক জানিয়েছেন, বেশ কিছু চমকও রয়েছে সিনেমায় ।
রুক্মিণী কী বলছেন ?
ছবিটা নিয়ে আশাবাদী রুক্মিণী । অভিনেত্রী বলেন, "'হাঁটি হাঁটি পা পা'-এর গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটা ছেঁড়ার পরে আজ আমার সত্যিই খুব ভাল লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি। তাছাড়া অর্ণবের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে । সংবেদনশীল মানুষ, আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে । ওর আগের ছবিগুলোও আমার ভাল লেগেছে। আশা করি একটা ভাল সিনেমা হতে চলেছে যা অবশ্যই সকলের মন ছুঁয়ে যাবে। "
রুক্মিণীর অন্যতম বড় স্কেলের সিনেমা 'বিনোদিনী' আসতে চলেছে । দীর্ঘদিন আগেই শেষ হয়েছে রামকমলের ছবির পোস্ট প্রোডাকশনের কাজ । দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে । কয়েকদিন আগে ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে নেন দেব, রুক্মিণী জানান, থিয়েটার এবং বঙ্গ রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তাঁর অজানা কথা শোনাতে! আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমা । দেব ভেঞ্চার্সের 'ট্রিপল বি' অর্থাৎ বাঘাযতীন, বিনোদিনী এবং ব্যোমকেশ-এর মধ্যে দু'টো ছবিই হিট । এবার বিনোদিনী-র অপেক্ষায় দর্শকরা ।