তণ্বী চেহারা ধরে রাখার জন্য কম কসরৎ করতে হয় না অভিনেত্রী সর্বোপরি নায়িকাদের । ছিমছাম, গ্ল্যামারস দেখানোর জন্য জিম গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কসরৎ করা, তার উপর কড়া ডায়েট । বিরিয়ানি, কিংবা কেক, আইসক্রিম খাওয়ার আগে হাজারবার ভাবতে হয় । বেশিরভাগ সময় স্যালাড, স্যুপ কিংবা ফলের উপরেই কাটাতে হয় । কিন্তু, অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra ) একটু ব্যতিক্রম । ডায়েটের মধ্যে খুব একটা থাকেন না । আগেও অনেকবার জানিয়েছেন, তিনি খেতে ভালবাসেন । খাওয়া-দাওয়ার মধ্যেই থাকেন । কিন্তু সেই রুক্মিণী ইচ্ছা থাকলেও খেতে পারছেন না তাঁর প্রিয় চকোলেট কেক । বেজায় মনখারাপ । কিন্তু কেন ?
ইনস্টাগ্রামে জিমের একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । যেখাবনে দেখা যাচ্ছে, বেগনি রঙের টিশার্ট পরে যোগাসন করার ম্যাটে শুয়ে আছেন । মুখে বিন্দুমাত্র হাসি নেই । ক্যাপশনে লিখেছেন, 'জিম করতে একেবারেই ভাল লাগছে না। চকোলেট কেক খেতে ইচ্ছে করছে।'
আরও পড়ুন, New Web series : ফিরছে পরিচালক-অভিনেতার জুটি, নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন অনির্বাণ-জয়দীপ
বর্তমানে 'ব্যোমকেশ'-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রুক্মিণী । সত্যবতী চরিত্রে দেখা যাবে তাঁকে । বাঙালি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবে দেখে ফেলেছেন উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড়-তাবড় অভিনেতাদের। গোয়েন্দা চরিত্রে বা বাঙালির চেনা ব্যোমকেশের আধারে দেবকে কেমন লাগবে তা নিয়ে তো একটা মতবিরোধ রয়েছে । সেইসঙ্গে রয়েছে অপেক্ষাও ।