বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় মুখ রূপসা চট্টোপাধ্যায়। মাত্র দেড় মাসের সম্পর্কেই বিয়ে পাকা। প্রথম দেখাতেই প্রেম। বাগদানের দিনক্ষণ ঠিক করাও সারা।
পাত্র সায়নদীপ সরকার, তবে তিনি গ্ল্যামার-দুনিয়ার কেউ নন। কর্পোরেট চাকুরেজীবী। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতেই রূপসার সঙ্গে প্রথম দেখা। আর প্রথম ঝলকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। হবু বর এখনই নাকি ‘মিসেস সরকার’ বলে সম্বোধন করছেন রূপসাকে। তাহলে বুঝুন, সম্পর্ক কতটা এগিয়েছে!
আগামী ভ্যালেন্টাইন্স ডে মানে ১৪ ফেব্রুয়ারি বাগ্দান পর্ব সারবেন তাঁরা। সম্ভবত খাতায় কলমে বিয়েটাও ফেলবেন সে দিন।
সবাই বলছে বেশ মিষ্টি লাগছে, তাই শুনে খুব শুখি রূপসা, কিন্তু একটু একটু ভয়ও করছে। সব মিলিয়ে মিয়া বিবি রাজি, এবার শুধু চার হাত এক হওয়া সময়ের অপেক্ষা।