ঘটা করে সামাজিক বিয়ে পরে হবে। আপাতত খাতায় কলমে বিয়ে সারছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। মাত্র দেড় মাসের সম্পর্কেই বিয়ে পাকা হয়েছিল। সই সাবুদের জন্য বাছলেন ভ্যালেনটাইন্স ডে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। দাদা দিদিরা একের পর এক আইবুড়োভাত খাইয়েই চলছে।
পাত্র সায়নদীপ সরকার (Sayandeep Sarkar), তবে তিনি গ্ল্যামার-দুনিয়ার কেউ নন। কর্পোরেট চাকুরেজীবী। এক বন্ধুর বাড়িতেই রূপসার সঙ্গে প্রথম দেখা। আর প্রথম ঝলকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। রূপসা নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও রাখঢাক করেন না, প্রেমিকের সঙ্গে দেদার ছবি দেন। সম্প্রতি একে অন্যের নামের ট্যাটুও করিয়েছেন হাতে।
Saregamapa Finale : 'সারেগামাপা'-এ যুগ্মভাবে প্রথম পদ্মপলাশ ও অস্মিতা, দ্বিতীয় ও তৃতীয় হলেন কারা ?