দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । তবে টলিউডে নয়, এবার ঢালিউডে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী । জল্পনা চলছে, খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে পারে বাংলাদেশের ছবিতে । সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী । খবরটা কি সত্যি ? কী জানালেন সায়ন্তিকা ?
আনন্দবাজার অনলাইনকে সায়ন্তিকা জানিয়েছেন, কথা চলছে । কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি । এছাড়া, বিশদে কিছুই বলতে চাননি তিনি । তবে কানাঘুষো খবর, বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন সায়ন্তিকা । তাজু কামরুলের পরিচালিত বাণিজ্যিক ছবিতে কাজ করবেন তিনি । অভিনেত্রীর বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খানকে ।
উল্লেখ্য, ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করেছিলেন সায়ন্তিকা । তবে, এবারের ছবি কোনও যৌথ প্রযোজনার নয় । জানা গিয়েছে, চলতি মাসেই শুটিংয়ের জন্য বাংলাদেশ যেতে পারেন তিনি । সায়ন্তিকার আগেও ঋতুপর্ণা সেনগুপ্ত, পার্ণো মিত্রকে বাংলাদেশের ছবিতে দেখা গিয়েছে ।
শুধু অভিনেত্রীই পরিচয় নয় সায়ন্তিকার । তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ । সিনেমায় তাঁকে দেখা যায়নি বহুদিন । বর্তমানে দলের কাজেই ব্যস্ত রয়েছেন তিনি । সম্প্রতি, মহানায়ক সম্মান পেয়েছেন সায়ন্তিকা ।