দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেড় বছরের বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস। গত বছর ‘দেশের মাটি’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার ফিরলেন রাঙা বউ ধারাবাহিকে।
লিড চরিত্র পেলে তবেই ফিরবেন, জানিয়ে দিয়েছিলেন শ্রুতি। হলও তাই। জি বাংলার হাত ধরেই পর্দায় ফিরছেন শ্রুতি। গায়ের রঙে বিন্দুমাত্র ফাউন্ডেশনের প্রলেপ না লাগিয়ে একেবারে স্বমহিমায় পর্দায় ফিরছেন অভিনেত্রী। অভিনেতা গৌরব চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। শ্রুতির কেরিয়ারের শুরুটাও হয়েছিল গৌরবের সঙ্গেই, স্বভাবতই ‘ত্রিনয়নী’ জুটিকে ফের পর্দায় ফিরে পেয়ে যারপরনাই খুশি দর্শকরাও।
শ্রুতি নিজে অবশ্য খুশি আরও একটা কারণে। ইন্ডাস্ট্রির অনেকেই বলতেন প্রেমিক নিজে পরিচালক বলে কাজের অফার পেতে অসুবিধে হয় না তাঁর। দীর্ঘ বিরতি এই অপবাদ ঘুচিয়েছে শ্রুতির।