রাজ চক্রবর্তীর ছবিতে টলিপাড়ার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস আশ্রিত ছবি 'বাবলি'তে দেখা যাবে তাঁকে। তাহলে কি শুভশ্রীর পরিবর্তে সৌরসেনীকে বাছলেন পরিচালক?
নাহ! নাম ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই, বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তৃতীয় একটি নারী চরিত্রের জন্য সৌরসেনীকে বেছে নেওয়া হয়েছে। জানুয়ারির শেষেই শুরু হবে 'বাবলি'র শুটিং।
Oscar: অস্কারের মনোনয়নে জয়জয়কার ওপেনহাইমার-এর, ঠাঁই হল না 'টুয়েলভথ্ ফেল'-সহ কোনও ভারতীয় ছবির
ছবির প্রযোজনায় রাজের নিজের সংস্থাই। চলতি বছরেই মুক্তি পাবে 'বাবলি'। শুভশ্রীর সহ অভিনেত্রী হিসেবে সৌরসেনী কতটা ছাপ ফেলতে পারেন দর্শকের মনে, সেটাই দেখার।