ঋতু গ্রীষ্ম হোক বা বর্ষা কিংবা শীত, তাঁর মনে কিন্তু 'বসন্ত' সবসময় । টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী । বারবার প্রেমে পড়েছেন । তবে, এই প্রেমই তাঁর জীবনে বারবার তৈরি করেছে বিতর্ক । কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে । কিন্তু, অভিনেত্রী বিশ্বাস করেন 'প্রেমে পড়া বারণ নয়' । তাইতো, কোনও তীর্যক মন্তব্য, কোনও কটাক্ষকেই কোনও দিন পাত্তা দেননি । বরং বারবার প্রেমে পড়েছেন, সংসারও পেতেছেন, হয়তো তা সুখের হয়নি, ডিভোর্সও হয়েছে । কিন্তু, ভেঙে পড়েননি । মনটা রঙিন রেখেই চুটিয়ে কাজ করছেন টলিউডে । কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে । ১৩ অগাস্ট নায়িকার জন্মদিন । বিশেষ দিনে শ্রাবন্তীর টাইমলাইনজুড়ে শুধু শুভেচ্ছাবার্তা । ৩৭টা বসন্ত পার করে ফেলেছেন ইতিমধ্যেই । কিন্তু, দেখে বোঝার উপায় নেই । তাঁর রূপের আগুন ঘুম উড়িয়ে দেয় তরুণদের ।
জন্মদিনে শুভেচ্ছাবার্তা এসেছে শ্রাবন্তীর বর্তমান চর্চিত প্রেমিক শুভ্রজিত মিত্রের কাছে থেকেও । ঘড়ির কাঁটা রাত ১২টার কাঁটা ছুঁতে না ছুঁতেই 'বান্ধবী'-কে শুভেচ্ছা জানিয়েছেন । নায়িকার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।' বহুদিন ধরে শুভ্রজিতের সঙ্গে নায়িকার প্রেমের জল্পনা চলছে । যদিও তাঁরা বারবার জানিয়েছেন, খুব ভাল বন্ধু দু'জনে । উল্লেখ্য, শুভ্রজিৎ মিত্র একজন পরিচালক । তাঁর আগামী সিনেমা 'দেবী চৌধুরানী'-তে রয়েছেন শ্রাবন্তী । টলি অন্দরের খবর, দু'জনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই সিনেমার সেটেই । এর আগে শ্রাবন্তীর জীবনে কতগুলি প্রেম এসেছে, অভিনেত্রীর বিবাহিত জীবন সংক্ষেপে দেখে নেওয়া যাক...
খুব ছোট বয়সে প্রেমের জন্য ঘর ছেড়েছিলেন শ্রাবন্তী । পরিচালক রাজীব বিশ্বাসকে মন দিয়েছিলেন । বিয়েও করেন তাঁরা । তাঁদের জীবনে আসে ছেলে অভিমন্যু । কিন্তু, ১৩ বছর পর বিচ্ছেদ হয় দু'জনের । রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর জীবনে আসেন কৃষ্ণ ব্রিজ । তাঁকে মন দিয়ে নতুন করে সংসার পাতেন শ্রাবন্তী । কিন্তু সেই বিয়েও টেকেনি বেশিদিন । তারপরেও প্রেম এসেছে তাঁর জীবনে । তৃতীয়বার রোশন সিং-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন । কিন্তু দিন কয়েকের মধ্যে সেই সম্পর্ক তিক্ততায় পৌঁছে যায় । এছাড়াও মাঝে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের জল্পনা তুঙ্গে ওঠে । নায়িকার সঙ্গে নাম জড়ায় জীতু কমলেরও । এখন চর্চায় রয়েছে শুভ্রজিতের নাম ।
কেরিয়ার গড়ার জন্য বেশিদূর আর পড়াশোনা করা হয়নি শ্রাবন্তী । তাছাড়া, খুব কম বয়সে সংসারে জড়িয়ে পড়া সেটাও একটা কারণ । জানা গিয়েছে, শ্রাবন্তী মাধ্যমিক পাস ।
উল্লেখ্য, বড় পর্দায় আসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' । সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী । ছবিতে নায়িকার লুকও প্রকাশ্যে এসেছে । সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । ২০২৪ সালে মুক্তি পেতে পারে সিনেমা ।