আন্তর্জাতিক মঞ্চে ফের বাঙালির স্বীকৃতি। এবার নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) সেরার শিরোপা পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই সংবাদটি জানান অভিনেত্রী। পোস্ট করার পরেই শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর অগণিত অনুরাগী।
পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত'র এই ছবিটি বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োলেও সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে যাওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি। তার জন্য নিজের আক্ষেপের কথা জানিয়েছিলেন অভিনেত্রী৷ এবার, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে এই বিশেষ সম্মানপ্রাপ্তি নিঃসন্দেহে অভিনেত্রীর সেই আক্ষেপের জায়গাটি পূরণ করবে।
সেরা অভিনেত্রী হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে তাঁর সম্মানপ্রাপ্তির মুহূর্ত এবং স্মারকের ছবি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শ্রীলেখা ৷ যদিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন সশরীরে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী ৷