জন্মদিন সকলের জীবনেই বিশেষ দিন। আর সে দিনেই আরেক বিশেষ দিনের ঘোষণা করলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। জানিয়ে দিলেন, আগামী বছর বিয়ে করছেন মনের মানুষকে।
শহর থেকে দূরে একটা রিসর্টে কাছের মানুষদের সঙ্গে জন্মদিন পালন করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা। সৌম্য বক্সী (Soumya Bakshi) যে তাঁর মনের মানুষ, তা নিয়ে সুদীপ্তার কোনো রাখঢাক নেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের ছবি দেখতে পাওয়া যায়।
Kaali documentary: কেন দেখানো হল 'কালী', ক্ষমা চাইল কানাডার আগা খান মিউজিয়াম
সুদীপ্তা জানিয়েছেন, গত বছর বিয়ের পরিকল্পনা থাকলেও করোনার কারণে বাতিল হয়ে যায় তা, তবে আগামী বছর সব ঠিক থাকলে চার হাত এক হচ্ছে।