আড়াই হাজার দর্শক, এলাহি খাবারের আয়োজন, সব মিলিয়ে রূপকথার রিসেপশন। শেষ এক মাস ধরে প্রস্তুতি চলছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেতা সৌম্য বক্সীর বিয়ের। সল্টলেকের নামজাদা ব্যাঙ্কোয়েটে বসেছিল রিসেপশনের আসর। আড়াই হাজার আমন্ত্রিতের মাঝে রেড কার্পেট বিছনো পথে হাঁটলেন নবদম্পতি।
প্যাস্টেল রঙের লহেঙ্গায় দারুণ মানিয়েছিল সুদীপ্তাকে । গলায় হিরের নেকলেস। সৌম্যও সেজেছিলেন একই রং-এর শেরওয়ানিতে। রিসেপশনের মেনুতে কোনও খাবারই বাদ ছিল না। চাইনিজ় থেকে মোগলাই— ছিল এলাহি খাবার। বিনোদন এবং রাজনীতি জগতের হু'স হুরা এসেছিলেন রিসেপশনের পার্টিতে।