কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বর্ণকমল দত্ত। এখন অভিনয় করছেন রাঙা বউ সিরিয়ালে। ইন্দ্রাণীর চরিত্র নেগেটিভ, পাখিকে কেবল কষ্ট দেয়। অভিনয়ের সময়ে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতাই মনে পড়ে যায় স্বর্ণকমলের। অভিনেত্রীর দাবি, তাঁর শ্বশুরবাড়িতেও এমনই অত্যাচার করা হয়েছে তাঁর ওপর।
বড় পর্দায় একের পর এক ছবি করছিলেন অভিনেত্রী, কেরিয়ারের শিখরে উঠেই বিয়ে করেন, এমন অভিজ্ঞতা হবে ভাবতে পারেননি। শ্বশুরবাড়ির সদস্যরা নাকি খুবই অত্যাচার করেছেন এক সময়ে। পরে স্বামী বুঝতে পেরে আলাদা হয়ে যান অভিনেত্রীকে সঙ্গে নিয়ে। এক মেয়েকে নিয়ে সুখের সংসার এখন। বড়পর্দায় কেন্দ্রীয় চরিত্রের পর এখন ছোটপর্দায় পার্শ্বচরিত্র...তবু তা নিয়ে কোনও সমস্যা নেই অভিনেত্রীর। চরিত্রের গভীরতাই শুধু বিচার করেন অভিনয়ের সময়ে।
Raj-Subhashree-Yuvaan: ছোট্ট ইউভান এবার বড়দের স্কুলে, গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত রাজ-শুভশ্রী