জি বাংলার আরও এক ধারাবাহিক (Bengali Tele Serial) বন্ধ হচ্ছে । মাত্র আট মাসেই শেষ হচ্ছে স্বস্তিকা দত্তের ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া' (Tomar Khola Haoa) । মঙ্গলবারই শেষ হচ্ছে শুটিং । মন খারাপ স্বস্তিকার (Swastika Dutta) । তবে, তার থেকেও বেশি তিনি অবাক হয়েছেন । এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে ধারাবাহিক, তিনিও হয়তো আশা করেননি ।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, তাঁর কান্নাও পাচ্ছে না, আবার আনন্দও হচ্ছে না । তিনি খানিকটা অবাকই। তাঁর কথায়, 'আসলে ভাল জিনিস তো বেশি দিন দেখা যায় না। তবে ইদানীং তো সব সিরিয়ালই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ।'
কাকে বেশি মিস করবেন তিনি ? স্বস্তিকা জানান, তিনি শুটিংয়ের শেষে সবচেয়ে বেশি মিস করব ঝিলমিলকেই । সেইসঙ্গে সেটে সকলে তাঁর কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে । মাসে এক বার দেখা করার পরিকল্পনা করতেই হবে । সিরিয়াল বন্ধের পর আপাতত কয়েকদিন কাজ থেকে বিরতি নেবেন ।
আরও পড়ুন, Pori Moni : ভরা আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন পরীমণি, বিচারককে কাতর আর্জি অভিনেত্রীর
টিআরপি তালিকায় সেভাবে পা জমাতে পারেনি 'তোমার খোলা হাওয়া' । প্রথম থেকেই সেভাবে নম্বর আনতে পারেনি এই ধারাবাহিক । মাঝে সিরিয়ালের সম্প্রচারের সময়ও পরিবর্তন করে দেওয়া হয় । দুপুরে সম্প্রচারিত হত এই ধারাবাহিক । তাতে নম্বর আরও কমে । ফলে ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ ।
উল্লেখ্য, সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন স্বস্তিকা । সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে, ‘ফাটাফাটি’সিনেমায় । ‘বিয়ে বিভ্রাট’-এও ক্যামিও চরিত্রে ছিলেন তিনি । পরবর্তীকালে সিনেমাতেই অভিনয় করার পরিকল্পনা রয়েছে তাঁর । তা বলে ছোটপর্দা থেকে দূরে থাকবেন না তিনি । সিনেমার সঙ্গে সঙ্গে সিরিয়ালও করবেন স্বস্তিকা ।