একই সংগে ধারাবাহিক, ওটিটি, বড়পর্দায় সমান তালে অভিনয় করে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'তোমার খোলা হাওয়ায়' শাশুড়ির চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলেছে, ফের বড় পর্দায় দেখা যাবে স্বস্তিকাকে।
'কূলের আচার'-এর পর পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি 'সূর্য'-তে জুটি বাঁধছেন মধুমিতা-বিক্রম। সেই ছবিতেই তৃতীয় একটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাতেই ভাবা হয়েছে স্বস্তিকার কথা। তবে জুলাইয়ের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হলে তবেই চুক্তি চুড়ান্ত হবে।
Nayak-Dev: সত্যজিৎের কাল্ট ছবি 'নায়ক' বানাবেন দেব! উত্তমের জুতোয় পা গলাবেন তিনিই?
ঋতাভরী চক্রবর্তী অভিনীত 'ফাটাফাটি' তে স্বস্তিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে ইতিমধ্যে।