ভারতের চল্লচিত্রের দুনিয়ায় নক্ষত্রপতন। চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী উত্তরা বাওকর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। পুণের এক হাসপাতালে তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। সেখানে সেশ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
মঞ্চ, ছোট এবং বড় পর্দায় উত্তরা বাওকর ছিলেন সমান স্বচ্ছন্দ। বহু হিন্দি এবং মরাঠি ছবিতে অভিনয় করেছেন। পর্দায় কাজ শুরুর আগে দীর্ঘ সময় থিয়েটার করেছেন উত্তরা। অধ্যাপনাও করেছেন বেশ কয়েক বছর। শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়েই টেলিভিশনে প্রথম দর্শকদের চোখে পড়েন উত্তরা।
মৃণাল সেনের ‘একদিন আচনক’-এ পার্শ্বচরিত্রে অভিনয় kore জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফেও বিশেষ সম্মান পেয়েছিলেন। প্রথমে ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী, তারপর সেখানেই বেশ কয়েক বছর অধ্যাপনা করেছিলেন উত্তরা।
‘রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ,'ডর' ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল।