গ্ল্যামার ওয়ার্ল্ডের পিছনের অন্ধকার ক্রমেই যেন তীব্র হয়ে উঠছে একের পর এক তারকা মৃত্যুতে। ফের টেলি জগতে শোকের ছায়া৷ টেলি অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ মিলল তাঁর বাড়ি থেকে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা থেকেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের হাতে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা একটি সুইসাইড নোটও৷
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখেন বৈশালী৷ সেখানে তাঁর চরিত্রের নাম ছিল সঞ্জনা। এরপর পর্দার সঞ্জনা পরিচিতি পান ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে কাজ করে। হিন্দী টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি, হাতে ছিল না কাজের অভাবও। তবু তাঁর অকাল প্রয়াণে থমথমে টেলি পাড়া।
রবিবার ইন্দোরের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মাত্র ৩০ বছরের খ্যাতির শিখরে পৌঁছেছিলেন বৈশালী, তাঁর মৃত্যু মানতে পারছেন না বন্ধু-সহকর্মীরা। গত বছর এপ্রিলমাসে নিজের বাগদানের ছবি শেয়ার করে বিয়ের খবর জানিয়েছিলেন বৈশালী। কেনিয়াবাসী দাঁতের চিকিৎসক অভিনন্দকে বিয়ে করার কথা থাকলেও পরে তা ভেস্তে যায়। আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিনেত্রীর দেহ। প্রকাশ্যে আসেনি সুইসাইড নোটও।