পুরুষদের জীবনেও সমস্যা নেহাৎ কম নেই৷ রুদ্রনীল ঘোষ, মীর আফসার আলি এবং জয় সেনগুপ্ত অভিনীত 'জেন্টলমেন' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। সঙ্গীতশিল্পী রুদ্রনীল, রেডিও জকি মীর, দোকানের মালিক জয় তিনজনই ভুগছেন 'মিড এজ ক্রাইসিসে'। এক বিন্দুতে এসে মিলেছে তাঁদের সমস্যা। ট্রেলারে দেখা যায়, রবীন্দ্র সংগীত শিল্পী রুদ্রনীল খুঁজছেন পাত্রী, জয়ের স্ত্রী আছেন কিন্তু তিনিও জীবনে খুশি নন, আর রেডিওজকি মীর খুবই ডেসপারেট। ট্রেলার দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেলেও এই গল্প কঠিন বাস্তবের মুখোমুখিও দাঁড় করায়।
জীবনের সোনালি সময় পেরিয়ে কোনও রকমে চলছিল দিন। ওদের একঘেয়ে স্যাঁতস্যাঁতে জীবনে বসন্ত আনলেন মধুরিমা বসাক। তারপর সত্যি, বসন্ত এল? সেই গল্পই বলবে 'জেন্টলমেন'। মধুরিমার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা ভরত কলকেও। সিরিজটির পরিচালনায় কোরক মুর্মু। চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি সিরিজের নির্মাতাও ঋদ্ধি নিজে।