‘আদিপুরুষ’ (Adipurush) টিজার প্রকাশ্যে আসবার পর থেকেই এই ছবিকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে । ছবির ভিএফএক্স (VFX) নিম্নমানের, এমনই অভিযোগ তুলছেন নেটিজেনরা । সিনেমায় অভিনেতাদের লুক নিয়ে ব্যাপক হারে ট্রোলড হয়েছেন নির্মাতারা । ইতিমধ্যেই ছবিটি নিষিদ্ধ করার দাবি তুলেছে বিভিন্ন মহল । এবার এই সিনেমার বিরুদ্ধে হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, 'আদিপুরুষ'-এর টিজারে রাম, হনুমান এবং রাবণের চিত্র ঠিকভাবে উপস্থাপিত করা হয়নি । সিনেমাটি বয়কটের দাবি তুলেছেন তাঁরা । এই সিনেমা কোনওভাবেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা । বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সম্বল ইউনিটের প্রচার প্রধান অজয় শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভগবান রাম, রাবণ এবং লক্ষ্মণকে যেভাবে 'আদিপুরুষ'-এ চিত্রিত করা হয়েছে, তা হিন্দুধর্মের উপহাস । তিনি বলেন, "হিন্দু সমাজের মূল্যবোধকে উপহাস করা হয়েছে । এই সমাজ এটা মেনে নেবে না ।"তিনি আরও জানিয়েছেন, রাবণকে যেভাবে চিত্রিত করা হয়েছে এখানে, তা রামায়ণ এবং সেই সম্পর্কিত ধর্মীয় শাস্ত্রের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয় ।
আরও পড়ুন, Subhashree Ganguly : বেড়াতে গিয়ে কী হবে মৃণালিনীর ? প্রকাশ পেল ডাক্তার বক্সির টিজার
'আদিপুরুষ' অন্যতম বিগ বাজেটের ছবি । ওম রাউত পরিচালিত ছবির প্রেক্ষাপট ‘রামায়ণ’। সিনেমায় রাম হিসাবে দেখানো হয়েছে প্রভাসকে, লঙ্কেশের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান । অন্যদিকে জানকি অর্থাৎ সীতার চরিত্রে দেখা মিলবে কৃতী স্যাননের । আদিপুরুষে যেভাবে সইফকে (Saif Ali Khan) দেখানে হয়েছে, তাতে তাঁর মধ্যে রাবণ নয়, মুঘল সম্রাট খলজিকে দেখা যাচ্ছে বলে মত নেটিজেনদের একাংশের । অন্যদিকে, টিজারে হনুমানকে চামড়ার পোশাকে দেখানো হয়েছে । এই প্রসঙ্গে, মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্রার দাবি, ছবির টিজারে যেভাবে হনুমানকে তুলে ধরা হয়েছে তা অবমাননাকর । চামড়ার পোশাকে দেখানো হয়েছে হনুমানকে । তা একেবারেই মেনে নেওয়া যায় না।