১৬ জুন মুক্তি পাচ্ছে প্রভাস-কৃতি অভিনীত সিনেমা 'আদিপুরুষ' । হাতে মাত্র আর ১০ দিন । তাই জোরকদমে প্রচার চলছে । এরই মধ্যেই একটি বিশেষ ঘোষণা করলেন 'আদিপুরুষ'-এর নির্মাতারা । তাঁরা জানিয়েছেন, প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি আসনের টিকিট বিক্রি হবে না । আসলে ওই আসন উৎসর্গ করা হবে ভগমান হনুমানকে । এক প্রচলিত বিশ্বাস থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
একটি বিবৃতিতে নির্মাতার জানিয়েছেন, 'যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য, বিক্রি করা হবে না সেই আসন।' উল্লেখ্য, ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় পর্দায় দেখা যাবে ।
সম্প্রতি তিরুপতির তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন প্রভাস। সাদা কুর্তা-পাজামা পরে লাল সিল্কের শাল নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে দেখা যায় তাঁকে । রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস । সীতার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে ।