'মিঠাই' (Mithai) ছেড়ে দিচ্ছেন আদৃত রায় (Adrit Roy) ? ধারাবাহিকে এখন বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে না উচ্ছে বাবুকে । তারপর থেকেই টলিপাড়ায় কানাঘুষো খবর, ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন উচ্ছেবাবু । এখবর সামনে আসার পর থেকে মন খারাপ 'মিঠাই' ভক্তদের । এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আদৃত রায় ।
সত্যিই কি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন ? সম্প্রতি আদৃত জানিয়েছেন,তিনি ধারাবাহিক ছাড়ছেন না । পায়ে চোট লেগেছে তাঁর । তাই তিনি শুটিং করতে পারছিলেন না । সাময়িক বিরতি নিয়েছিলেন । তবে, ইতিমধ্যেই সেটে ফিরেছেন, ফের শুটিং শুরু করেছেন আদৃত । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় দু'টো ছবি পোস্ট করে আদৃত লেখেন, "‘তোমাদের জন্য ফিরে এলাম! আমার জন্য এত চিন্তা করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ।
আরও পড়ুন, Shakib Khan : 'ভাবমূর্তি' নষ্ট করার চেষ্টা, পাল্টা প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা শাকিবের
উল্লেখ্য, কিছুদিন আগেই বিয়ের বিষয়ে মুখ খুলেছিলেন আদৃত । দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে, অনস্ক্রিন ‘দিদিয়া’ কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন উচ্ছেবাবু । নাম না জানালেও আদৃত স্বীকার করে নিয়েছিলেন, তিনি 'কমিটেড'। কবে বিয়ে করবেন, সেই প্রশ্নে আদৃত জানান, ক্রমশ প্রকাশ্য। সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয় তিনি বিয়ের কথা জানাবেন ।