ওপার বাংলার তিন সবচেয়ে উজ্জ্বল তারা আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং মোশারফ করিম। দুই বাংলার দর্শকই তাঁদের অভিনয়ের ভক্ত। টিভির নাটক থেকে, ওয়েব সিরিজ, কিংবা ছবি- তাঁদের উপস্থিতি মানেই চোখ জুড়োয় দর্শকদের। এপার বাংলাতেও তিন তারকার অভিনীত কাইজার, তকদীর, মহানগর, কারাগারের মতো সিরিজ প্রশংসিত হয়েছে। এই তিন অভিনেতাকে এবার একসঙ্গে দেখা যাবে পর্দায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। ছবি শেয়ার করে খবর জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও।
Kajol: সোশ্যাল মিডিয়া থেকে আচমকা বিদায় নিলেন কাজল, সম্পর্কে চিড়?
বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে চঞ্চলকে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন তাঁরা। তিন তারকাকে পর্দায় ফ্রেমবন্দি করেছেন পরিচালক রাসেল।