বাংলা গান বারংবার বিশ্বের দরবারে কুর্নিশ কুড়িয়েছে। ভাষার প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলা গান আগেও বিশ্বের মানুষের মন জয় করেছে। আফ্রিকান সঙ্গীতশিল্পী জৌটেন এবার গাইলেন অঞ্জন দত্তের বিখ্যাত গান, বেলা বোস। ভাঙা ভাঙা বাংলা উচ্চরণে, একেবারে সুরে সুর মিলিয়ে গিটার বাজিয়ে গান ধরলেন আফ্রিকান গায়ক।
নয়ের দশকের অঞ্জন দত্তের এই গান বেকার যুবকদের বুকে নতুন বল জুগিয়েছিল। এত বছর কেটে গেলেও পুরনো হয়নি গান, আজও মানুষের মুখে মুখে ফেরে ওই নম্বরটা ২৪৪১১৩৯। এবার আফ্রিকার জৌটেনের কণ্ঠেও অঞ্জনের এই অপূর্ব গান, মন কেড়েছে নেটদুনিয়ার।