Swastika Mukherjee : প্রাক্তনরা 'বন্ধু', জিৎ থেকে সৃজিত, কতবার প্রেমে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ?

Updated : Dec 13, 2024 10:47
|
Editorji News Desk

একজন তারকার জীবনে কী থাকে ? শুধুই খ্যাতি, যশ, আর সাফল্য ? কয়েনের দু'টো পিঠ কি কখনও সমান হয় ? বাইরে থেকে দেখলে তারকাদের জীবন যতটা ঝকঝকে, চকচকে, আকর্ষণীয় মনে হবে, বাস্তবটা কিন্তু আলাদা । সুনামের সঙ্গে কটাক্ষও কম জোটে না । বিতর্কও পিছু ছাড়ে না । কারও ক্ষেত্রে কম, কারও ক্ষেত্রে বেশি । যেমন, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, বিতর্ক কিন্তু নায়িকার সর্বসময়ের ছায়াসঙ্গী । সিনেমার চরিত্র হোক কিংবা পোশাক... চিরকালই তিনি ছক ভাঙা । সমাজের চিরাচরিত নিয়মের বেড়াজালে কোনওদিনই নিজেকে বেঁধে রাখেননি । ফলে ট্রোলড হয়েছেন । ব্যক্তিগত জীবন নিয়েও কম কাঁটাছেড়া হয়নি । কিন্তু, অভিনেত্রীর ডোন্ট কেয়ার মনোভাব বরাবরই অন্যদের থেকে স্বতন্ত্র করেছে তাঁকে । তাইতো, তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় । ক্যালেন্ডারের পাতায় ১৩ ডিসেম্বরে লাল দাগ থাকে না ঠিকই, কিন্তু, স্বস্তিকার জন্য দিনটা খুবই স্পেশ্যাল । আজ নায়িকার বার্থ ডে । ৪৪টা বসন্ত পার করে ফেললেন, কিন্তু মনটা যে এখনও সেই কুড়ির যুবতির । যে মন বারবার প্রেমে পড়েছে, ভেঙেছে । কিন্তু, ভালবাসায় বিশ্বাস হারাননি ।        

কোনও সম্পর্ক যখন ভাঙে, তখন ভালবাসা কোথায় যায় ? পুরো উবে যায় ? কিছুদিন আগেও যাঁকে ছাড়া জীবন বৃথা মনে হত, বিচ্ছেদের পর সেই মানুষটির জন্য শুধুই পড়ে থাকে ঘৃণা আর তিক্ততা ? ব্যক্তি বিশেষে উত্তরও হবে আলাদা । ভালবাসার সংজ্ঞা তো আর সবার কাছে সমান হয় না । ঠিক তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও । অভিনেত্রী মনে করেন, সম্পর্ক না থাকলেও ভালবাসাটা থেকে যায় । নায়িকার জীবনে বহুবার প্রেম এসেছে । বিচ্ছেদও হয়েছে । কিন্তু,কখনও মনের মধ্যে প্রাক্তনদের নিয়ে তিক্ততা রেখে দেননি । তাঁদের সঙ্গে চুটিয়ে কাজ করছেন । 

স্বস্তিকার হৃদয়জুড়ে যে প্রাক্তনরা

খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল স্বস্তিকার । সঙ্গীতশিল্পী প্রমিত সেনের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন । কিন্তু, সংসার বেশিদিন টেকেনি স্বস্তিকার । মাত্র দুই বছরেই বিচ্ছেদ হয় । শারীরিক নির্যাতনেরও অভিযোগ তোলেন প্রমিতের বিরুদ্ধে । মেয়ে অন্বেষাকে একাই বড় করেছেন ।   

বিবাহিত জীবন তাঁর সুখের হয়নি । তবে, প্রেম, ভালবাসায় বিশ্বাস হারিয়ে ফেলেননি। স্বস্তিকা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেকে মনে করেন ৪০০টা প্রেম হয়েছে তাঁর । কিন্তু, আসল সংখ্যাটা ওই পাঁচ থেকে ছ'টা । কাজের জায়গা থেকে মনের মানুষকে খুঁজে পেয়েছেন । জিৎ-এর বিপরীতে অভিনয় করে স্বস্তিকার কেরিয়ার শুরু । তারপর একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন । সময়ের সঙ্গে সঙ্গে পর্দায় জমে যায় জিৎ-স্বস্তিকার কেমিস্ট্রি । অনস্ক্রিন প্রেম গড়াল অফস্ক্রিনেও । একটা সময় জিৎ ও স্বস্তিকার প্রেম ছিল ওপেন সিক্রেট । তবে, প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও দিন বলেননি । তবে, লুকোছাপাও করেননি । কিন্তু, তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি । বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ।

পেজ থ্রি-তে একটা সময় সবথেকে বেশি চর্চায় ছিল স্বস্তিকা ও সৃজিতের প্রেম । চুটিয়ে প্রেম করেছেন । পরে অভিনেত্রীর নাম জড়িয়েছে চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও মীরের সঙ্গেও । শিলাজিতের সঙ্গেও সম্পর্কে ছিলেন অভিনেত্রী । তবে,বিচ্ছেদের পর এত সহজে প্রাক্তনদের সঙ্গে কাজ করার প্রতিভা বা সাহস 
আর কারই বা আছে । 

চলতি বছরের শুরুতেই যেমন এক পার্টিতে দুই প্রাক্তনের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছিলেন স্বস্তিকা । পার্টিতে জামাল কুদু গানে জমিয়ে নাচতে দেখা যায় তিনজনকে । বোঝা যায়, বিচ্ছেদ তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব ফেলেনি ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন,"প্রেমটা তো ওই ভাবে ঠিক হয় না যে তুমি তোমার সিভিটা দাও, দেখে নিই তুমি কোথায় কাজ করছ, তোমার ডিপার্টমেন্ট কী? প্রেম তো পায় । যে ৫-৬ টা প্রেম হয়েছে আমার, তাঁরা সকলেই বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্পর্কগুলো হয়তো থাকে না ।... নানা কারণে তা হতে পারে । ভালবাসাটা তো বাষ্প হয়ে উড়ে যায় না । অল্প হলেও থেকে যায় । প্রেমের তিক্ততা বয়ে নিয়ে চললে আমারই ক্ষতি । আমি কাজ করতে চাই, তারাও হয়তো কাজ করতে চায় । ক্ষতি দুই পক্ষেরই হবে । যদি আমি এমন মানসিকতা নিয়ে চলি যে খুব ব্যক্তিগত জায়গায় হয়তো ভালোবাসাটা কমে গেছে তাদের সঙ্গে আর কাজ করব না, তাহলে আমাকে কেরিয়ারটাই ছেড়ে দিতে হবে । যাঁদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তাঁরা কিন্তু আমার খুব প্রিয় অভিনেতা বা আমার খুব প্রিয় পরিচালক । আমি কোনও সময় চাইব না যে তাঁদের কাজ আমি করব না । সেটা আমার ক্ষতি । এমনকী, তাঁদেরও ক্ষতি । "

স্বস্তিকা আরও বলেন, "প্রাক্তন বলে কিছুই হয় না। কারণ, আমরা তো বলি পাঁচ-ছয় বছর বিয়ে হলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই জায়গায় কাজ করি সবাই। তাদের ভাল-মন্দের মধ্যে মিশে আছি আমিও। অনেক বছর হয়ে গেলে কোনও ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না। পরম বা সৃজিত যেই হোক, তাদের কথা যখন ভাবি, আমার কিন্তু ভালগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তিক্ততা জিইয়ে রেখে কী লাভ! পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভাল সময়টাই মনে পড়ে।"

প্রেমজীবন নিয়ে স্বস্তিকা বারবার ট্রোলড হয়েছেন । প্রেম করেই নাকি স্বস্তিকা কেরিয়ার গড়েছেন, টলিউডে কাজ পেয়েছেন । এমনই অভিযোগ উঠেছে বারবার । জানেন কি, সৃজিতের সঙ্গে যখন সম্পর্কে ছিলেন স্বস্তিকা, অনেকেই তাঁকে বলেছিলেন,স্বস্তিকা নাকি সৃজিতের জন্য কাজ পান । কিন্তু 'রাজকাহিনী'তে একটা চরিত্র দেওয়ার জন্য স্বস্তিকা রীতিমত সৃজিতের পায়ে ধরেছিলেন । তুমুল অশান্তিও হয়েছিল তাঁদের মধ্যে । কিন্তু, সৃজিত কাজটা দেননি । টলিউডে কাজ পাওয়া নিয়ে যাবতীয় ট্রোলের জবাবও দেন স্বস্তিকা । সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না । ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের উপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলো ও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। সৃজিত.. 'টেক্কা'-র জন্য ধন্যবাদ।"

প্রেমে, ভালবাসায় বাঁচা মেয়েটি কি সারাজীবন তাহলে একাই থেকে যাবেন ? স্বস্তিকা জানিয়েছেন, একা নেই তিনি । বন্ধু-বান্ধব ঘিরে রয়েছে তাঁকে । আর তাঁর জীবনের সবথেকে বড় বন্ধু তো তাঁর মেয়ে । তাঁর সবটা কিন্তু অন্বেষাকে ঘিরেই । অথচ, মেয়ের জীবনে স্বস্তিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা । ভাল মায়ের চুল হবে । মদ, সিগারেট খাবে না, হাতকাটা পড়বেন না । স্বস্তিকাকে শুনে যেতে হয়েছে এমন কিছু কথা । কিন্তু তাতে কোনওদিন কান দেননি অভিনেত্রী । 

স্বস্তিকা এককথায় স্টারকিড । কিন্তু, স্বস্তিকা হয়ে ওঠার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি । স্বস্তিকা অভিনয় জগতে পা রাখেন ‘দেবদাসী’ ধারাবাহিকের হাত ধরে । বড়পর্দায় প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান রবি কিনাগী পরিচালিত ‘মস্তান’ ছবিতে । এরপর সিনেমায় তাঁর উড়ান কেউ আটকাতে পারেনি । ‘সাথিহারা’, ‘ক্রান্তি’র মতো ছবির পাশাপাশি ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘জাতিস্মর’-এর মতো সিনেমাতেও কাজ করেছেন । অন্যদিকে, বলিউডেও পা জমিয়েছেন । হিন্দি ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’, ‘পাতাললোক’, হিন্দি মুভি ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ এবং ‘দিল বেচারা’তে কাজ করে বিশেষ নজর কেড়েছেন ।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার জুড়ে গিয়েছে 'ঠোঁটকাটা' শব্দটা । ভুলকে ভুল, ঠিককে ঠিক বলা সাহস দেখিয়েছেন । কাউকে রেয়াত করেননি । সম্প্রতি, আর জি কর কাণ্ডের কথাই ধরা যাক । জাস্টিসের দাবিতে প্রথম থেকে সরব ছিলেন । পথে নেমেছেন । রাতের পর রাত জেগেছেন । নারী স্বাধীনতার দাবিতে আওয়াজ তুলেছেন । জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন স্বস্তিকা । কিন্তু, সেখানেও কটাক্ষের শিকার হতে হয় । জোটে স্বার্থপর, সুবিধাবাদী তকমাও । অনেকে বলেন, স্বস্তিকা সবটাই করেছেন টেক্কার প্রমোশনের জন্য । 

সম্প্রতি, ব্র্যায়ান অ্যাডামসের কনসার্টে মেয়েকে নিয়ে গিয়েছিলেন স্বস্তিকা । আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কিছুদিন আগে পর্যন্ত আরজি কির কান্ড নিয়ে সরব ছিলেন। রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিয়েছিলেন। বারবার নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতা নিয়ে আওয়াজ তুলেছিলেন । সেই আন্দোলনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন স্বস্তিকা ? যদিও, সেদিকে কান দেননি অভিনেত্রী । নিজের শর্তেই যে বাঁচেন স্বস্তিকা মুখোপাধ্যায় ।

চলতি বছর টেক্কা সিনেমায় শেষবার দেখা গিয়েছে স্বস্তিকাকে । বলিউডে লাভ সেক্স ঔর ধোঁকা ২-তেও কাজ করেছেন । আগামীদিনে বেশ কয়েকটা প্রজেক্ট হাতে রয়েছে অভিনেত্রীর । অভিনয়ের পাশাপাশি দারুণ গানও গান স্বস্তিকা । পথকুকুরদের জন্য কাজ করেন । সমাজমাধ্যমে ছড়িয়ে দেন সচেনতার বার্তা ।

এডিটরজি বাংলার পক্ষ থেকে স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা । 

Swastika Mukherjee

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন